Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

জেলার স্বাস্থ্য বিভাগীয় প্রধান কার্যালয় । সকল প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হয়। জাতীয় এবং বিভাগীয় পর্যায় হইতে প্রাপ্ত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা এবং অধস্তন পর্যায়ে অবহিত করা ও বাস্তবায়নে সহযোগীতা করা । জেলা রিজার্ভ ষ্টোর এবং ইপিআই ষ্টোর পরিচালনা । জেলার সকল সরকারী ও বেসরকারী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান তদারকি ও নিয়ন্ত্রন করা। জেলার অন্যান্য প্রতিষ্ঠানের সহিত যোগাযোগ রক্ষা ও কাজের সমন্বয় সাধন করা ।

 

      স্বাস্থ্য শিক্ষা শাখাঃ দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার নামঃ-  ডাঃ মোঃ আরিফ হোসেন, মেডিকেল অফিসার, জেলা হাসপাতাল, পিরোজপুর, ( ভারপ্রাপ্ত সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ) ,সিভিল সার্জন অফিস ,পিরোজপুর  স্বাস্থ্য প্রতিষ্ঠান সমুহে ও মাঠ পর্যায়ে নিয়মিত বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়। পিরোজপুর জেলার সদর উপজেলার শংকরপাশা ও নাজিরপুর উপজেলার জয়পুর গ্রাম দুটিকে স্বাস্থ্য শিক্ষা ও উ্ন্নয়ন আদর্শ গ্রাম হিসাবে পরিনত করার কার্যক্রম চলছে এবং  নিয়মিত মাসিক প্রতিবেদন তৈরি করে উর্দ্ধতন কর্তৃপক্ষের  নিকট প্রেরন করা হয়।

 

        স্যানীটারী শাখাঃ ভেজাল খাদ্য সনাক্তকরন  ও পরীক্ষার জন্য  জনস্বাস্থ্য গবেষনাগার ,মহাখালী ,

                            ঢাকায় প্রেরন ।

অভিযুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা ।

প্রিমিসেস লাইসেন্স  ইস্যু করা ।

মাঠ কর্মচারীদের কাজ পরিদর্শন করা

 ম্যাজিষ্ট্রেট এর সহায়তায়  মোবাইল কোর্ট পরিচালনা করা

পরিবেশ দুষন রোধে কাজ করা

১। স্বাস্থ্য শিক্ষা

২। প্রয়োজনীয় পুষ্টি সহ পর্যাপ্ত  খাদ্য সরবরাহের উন্নয়ন।

৩। পর্যাপ্ত নিরাপদ পানি পান ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সহ পরিবেশের উন্নয়ন এর জন্য পরামশ দান।

৪। মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা এবং পরিবার পরিকল্পনা।

৫। প্রধান সংক্রামক রোগ সমূহের বিরুদ্ধে টিকার ব্যবস্থা গ্রহণ।

৬। আঞ্চলিক এনডেমিক রোগ সমূহের নিবারণ ও নিয়ন্ত্রণ ।

৭। সাধারণ রোগ ও যখমের চিকিৎসা ।

৮। অত্যাবশ্যকীয় ঔষধের ব্যবস্থা গ্রহণ।